ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন: নাহিদ

প্রকাশিত: ১২:৪১, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১২:৪৮, ১৭ জুলাই ২০২৫

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর, এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন: নাহিদ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে 'কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসবাদী সংগঠন' বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরেও ৫ই আগস্টের পর অনেকে 'রিফাইন্ড আওয়ামী লীগ' আনার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মনে রাখা উচিত যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ই আগস্টের পর থেকে তারা বহুবার জুলাই গণহত্যার আইনি ও বিচারিক প্রক্রিয়ায় বিচার চাইলেও ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজনকে ব্যাপকভাবে গ্রেফতার করা হয়নি।

গ্রেফতার হলেও তারা কোর্টে জামিন নিচ্ছে বা থানা থেকে পালিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে 'ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা' ঘাপটি মেরে আছে, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়।

তার মতে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে উপস্থিত ছিল। নাহিদ এই পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করেন।

তিনি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুধু গোপালগঞ্জ নয়, সারাদেশে সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান চালানোর আহ্বান জানান। যারা গতকালের হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং রাস্তায় নেমেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে তাদের পরবর্তী কর্মসূচি ফরিদপুরে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

সাব্বির

×