
রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার নগরের রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব রাজশাহীর একটি দল।
গ্রেফতারকৃতরা হলো, জেলার গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার সজল ইসলাম (২২) ও রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিনগর এলাকার তৌফিক আহমেদ ওরফে হৃদয় (২৫)।
দুপুরে রাজশাহী র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন হেরোইন কারবারে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।
আফরোজা