ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নওগাঁয় সড়ক অবরোধ করে ছাত্রজনতা ও এনসিপির বিক্ষোভ

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ

প্রকাশিত: ২০:১০, ১৬ জুলাই ২০২৫

নওগাঁয় সড়ক অবরোধ করে ছাত্রজনতা ও এনসিপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় টায়ার জ্বালিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার পর ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে সারাদেশে কর্মসূচি শুরু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কাজীর মোড়ে প্রধান সড়কে এই কর্মসূচি শুরু হয়। এরপর তারা সড়ক ছেড়ে সদর থানায় গিয়ে বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করছে। থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি’, ‘এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বাংলা ব্লকেড কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, সাদনান সাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা বলেন, ‘বাঙালি জাতি কখনো ঘুমিয়ে যায় না। তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে বারবার মাঠে নামে। আজকে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে মাঠে নেমেছি। এই আন্দোলন থেকে আমরা জানান দিতে চাই, বাংলাদেশের মানুষ কখনো খুনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের এদেশের মাটিতে জায়গা দিবে না। যারা আমার বোনদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোনো ঠিকানা এই বাংলার মাটিতে হবে না। তাদেরকে উৎখাত করার জন্য যতক্ষণ পর্যন্ত লড়ায় সংগ্রাম চালিয়ে যেতে হয় আমরা চালিয়ে যাব।’

কর্মসূচি চলাকালে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে আন্দোলনকারীর আরও বলেন, গোপালগঞ্জে অবরুদ্ধরা সকলেই আমাদের সম্মুখসারির যোদ্ধা। আমরা জুলাইকে ঐক্যবদ্ধ রাখতে চাই।

তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এছাড়াও সারাদেশের ছাত্র-সমাজকে সাথে নিয়ে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি পালনের হুঁশিয়ার দেন তারা।

রাকিব

×