ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ফেরদৌস আরা

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২০:০৯, ১৬ জুলাই ২০২৫

ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ফেরদৌস আরা

জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কেন্দ্র করে এক শ্রেণির অশুভ শক্তি এখনও মিথ্যা মামলা বানিজ্য চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী এমনকি বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকরাও হয়রানির শিকার হচ্ছেন। অশুভ মামলাবাজ শক্তিকে খুঁজে বের করে শাস্তির দাবি এবং এসব মিথ্যা মামলা অবিলম্বে বাতিলের দাবি জানান স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অ‌ফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তায়েম বিল্লা, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. নাসির আহ‌মেদ, সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান প্রমুখ।

এসময় জুলাই আন্দোলনে আহত ও নিহত শহীদদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। বক্তারা শহীদদের স্মরণ করে তাদের ত্যাগের কথা উল্লেখ করেন। ইউএনও ফেরদৌস আরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র ও সনদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

আঁখি

আরো পড়ুন  

×