
ছবি: জনকণ্ঠ
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত চরফ্যাশন উপজেলা সমন্বয় কমিটি।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাৎকালে এনসিপি’র চরফ্যাশন উপজেলা নেতৃবৃন্দ ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজেদের পরিচয় তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অহিদ ফয়সাল, যুগ্ম সমন্বয়কারী সফি উল্লাহ সফি, ডা. ওমর ফারুক, বেল্লাল হোসেন জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ