ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

দুর্যোগকালীন স্বাস্থ্যসেবায় বিজিবির কার্যকর পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ২০:০৫, ১৬ জুলাই ২০২৫

দুর্যোগকালীন স্বাস্থ্যসেবায় বিজিবির কার্যকর পদক্ষেপ

ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরবর্তী পানি-বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকার সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনীস্থ ৪ বিজিবির ব্যবস্থাপনায় ফুলগাজী সদর ইউনিয়নের মাস্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিবিজিএম।ক্যাম্পেইনে দেড় হাজার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। বিশেষ করে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ও চর্মরোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা ও পরামর্শ দেওয়া হয় অংশগ্রহণকারীদের।
সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিজিবি সবসময় পাশে রয়েছে। বর্ষাকালে ডায়রিয়া ও অন্যান্য পানি-বাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। এটি শুধু চিকিৎসা নয়, সচেতনতা বৃদ্ধিরও একটি প্রয়াস।

মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাদ বিন ইসলাম এবং সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খাঁন সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

রাজু

×