ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

 এবার উবার চালাবে নারীরা

প্রকাশিত: ১২:১১, ১৬ জুলাই ২০২৫

 এবার উবার চালাবে নারীরা

 এবার উবার চালাবে নারীরা

সৌদি আরব এবার চালু করছে নারী চালকদের উবার। তবে এই সেবা নিতে পারবেন শুধু নারীরাই।

সোমবার উবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে তাদের নতুন এ কার্যক্রম শুরু হবে। উবার সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখান থেকেই আসে এ ঘোষণা।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদিকে আধুনিকায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এ সুযোগ লুফে নেন নারীরা। গড়ে ওঠে নতুন নতুন ড্রাইভিং স্কুল।

ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 খবর গালফ নিউজের।

তাসমিম

আরো পড়ুন  

×