ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এনসিপি-এর সমাবেশে হামলার প্রতিবাদে নগরীর চৌহাট্টায় ‘ব্লকেড কর্মসূচি’

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২০:১৫, ১৬ জুলাই ২০২৫

এনসিপি-এর সমাবেশে হামলার প্রতিবাদে নগরীর চৌহাট্টায় ‘ব্লকেড কর্মসূচি’

গোপালগঞ্জে পুলিশ ও ইউএনও’র গাড়ি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার বিকাল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টায় ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ছাত্র ও যুব-জনতা।

পরে তারা দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় এসে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তবে প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থানের পর এনসিপির নতুন নির্দেশনা অনুযায়ী ব্লকেড তুলে নেন তারা।

এর আগে বিকাল সাড়ে ৫টায় চৌহাট্টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৪টা থেকেই চৌহাট্টা ও কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন ছাত্র ও যুব-জনতা। ঘণ্টাখানেক সময় সেখানে তারা অবস্থান করে চলে আসেন চন্ডিপুলে। সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা।

 

রাজু

আরো পড়ুন  

×