
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। ১৬ জুলাই (বুধবার) সকালে ইসির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে আর নৌকা চিহ্নটি নেই।
এই ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন নাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর গত ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।
এমন প্রেক্ষাপটে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক অপসারণকে অনেকেই যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখলেও, একইসঙ্গে প্রশ্ন তুলেছেন, এই প্রতীকটি আবার কেন শিডিউলে ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এর পেছনে কারা সক্রিয় ভূমিকা রাখছেন।
ছামিয়া