ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

উল্টে যাচ্ছে অটোরিকশা, ধোলাইপাড় সড়ক যেন মৃত্যুর ফাঁদ

মো. সোহাগ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ০০:২৬, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৩, ১৬ জুলাই ২০২৫

উল্টে যাচ্ছে অটোরিকশা, ধোলাইপাড় সড়ক যেন মৃত্যুর ফাঁদ

ছবি: জনকণ্ঠ

ঢাকার ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ীমুখি ফ্লাইওভারের পাশের বিকল্প সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বিশাল খানাখন্দ। বৃষ্টি হলে পরিস্থিতি হয় আরও ভয়াবহ—পানি জমে গিয়ে ডোবা-নালার রূপ নেয় এ সড়ক।

প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা, বাস, কাভারভ্যান ও মালবাহী ট্রাকসহ নানা ধরনের যানবাহন ভয়াবহ ঝুঁকি নিয়ে চলছে। ছোট্ট একটি গর্তে চাকা পড়লেই উল্টে যাচ্ছে অটোরিকশা, আটকে পড়ছে পণ্যবাহী যান, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। পথচারী এবং স্থানীয় বাসিন্দারাও পড়ছেন দুর্ভোগে।

সিএনজি চালক হেলাল উদ্দিন বলেন, "প্রায়ই গাড়ি উল্টায়, হঠাৎ ব্রেক করতে হয়। অনেক সময় যাত্রী উঠে না এই রাস্তায় যাবো শুনলে।" বাস চালক রফিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "একবার বৃষ্টি হলে তো মনে হয় নদীতে গাড়ি চালাই। জানি না, আর কতদিন এই কষ্ট থাকবে।" একজন পথচারী, কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, "বৃষ্টি হলে রাস্তার পানি ময়লা আর দুর্গন্ধে দাঁড়ানো যায় না। পায়ে হেঁটে আসা-যাওয়াও কঠিন হয়ে পড়ে।"

স্থানীয় দোকানদার মনির হোসেন বলেন, "এ রাস্তা দিয়ে ওষুধ, খাবার, প্রয়োজনীয় মালামাল আসে। রাস্তায় সমস্যা থাকায় দোকানে পণ্য পৌঁছাতে দেরি হয়। ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
রিকশাচালক রফিকুল বলেন, "পেছনের চাকায় পড়ে যাত্রীর সাথে রিকশা উল্টায় গেছে দুইবার। এখন তো ভয় করে চালাই।"

সকলেই এক বাক্যে জানাচ্ছেন, সড়কটির এই অবস্থা দিনের পর দিন, মাসের পর মাস চলছে। কোনো ধরনের সংস্কার কাজ চোখে পড়েনি। অথচ এই পথটি ফ্লাইওভারের বিকল্প রুট হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন ব্যবহার করে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে সড়কটি মেরামতের উদ্যোগ নিতে হবে। নচেৎ দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়বে, তেমনি নগরবাসীর ভোগান্তিও বাড়বে বহুগুণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের জোর দাবি—দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নিয়ে ধোলাইপাড়-যাত্রাবাড়ীমুখি বিকল্প সড়কটি সংস্কার করা হোক।

শহীদ

×