ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কুমিল্লায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

জামায়াত ইসলামী স্বাধীনতার যুদ্ধে বিরোধীতা করে মা বোনদের ইজ্জত লুট করেছে

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ০০:৩২, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩৬, ১৬ জুলাই ২০২৫

জামায়াত ইসলামী স্বাধীনতার যুদ্ধে বিরোধীতা করে মা বোনদের ইজ্জত লুট করেছে

সারাদেশে বিচারবহির্ভূত মব জাস্টিস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও পরিকল্পিত ভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর প্রতিবাদে কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে হোমনা পুরাতন বাস স্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, জামায়াত ইসলামী স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করে পাকিস্তানের বাহিনীর সাথে মিলে আমাদের বহু মা-বোনদের ইজ্জত লুট করে নিয়েছিল। আজকে সেই জামায়াত দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। স্বাধীনতার ধূসরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ভাঙচুরের সাহস কোথায় পেল। আজকে আমাদের নেতা তারেক রহমান থামিয়ে না রাখতেন এই সমস্ত কুলাঙ্গারদের জন্য বিএনপির একটি সংগঠন যথেষ্ট ছিল।

তিনি বলেন, জামায়াত ইসলামী হাইকোর্টের রায়ে যুদ্ধ অপরাধী, তারপরও মাফ করে থাকার একটি সুযোগ করে দিয়েছে। বিএনপির একটি সার্বভৌমত্ব দল, সেই দলের নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় জাতীয়বাদী দলের কর্মী সমর্থক তা মেনে নিবে না। আর যদি একটি কথা আমার নেতার বিরুদ্ধে বল তোমাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে।

এছাড়া তিনি আরো বলেন, এনসিপি কোন রাজনৈতিক দল না ছয় থেকে সাত মাসের দুধের শিশু তারা কি রাজনীতি বুঝবে, এদেশে ছাত্র জনতা আন্দোলন জনগণ করেছে। বিএনপি সংগঠন তোমাদেরকে সহযোগিতা করেছিল। হাসিনা পতনের জন্য বিএনপি নেতারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে। লাঠি, খাবার ও থাকার জায়গা করে দিয়েছিল। পালানোর জায়গা খুঁজে পেত না বিএনপি না থাকলে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানা উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, বিএনপি নেতা মো. জাকির হাসান, শামসুদ্দিন আহম্মেদ, মো. শাহ আলম, মো. মিজানুর রহমান, মো. শাহজাহান মোল্লা, সেফালী বেগম, শাহ আলম হিমেল, যুবদল আহবায়ক মো. জামাল উদ্দিন, জহিরুল প্রমূখ৷

রাজু

×