
ছবি: সংগৃহীত
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল। বর্ষা এলে এই বিলে নৌকা ভ্রমণ করতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিল।
তবে সাম্প্রতিক সময়ে নৌকা ভ্রমণের সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন অনেক নৌকায় চলছে উচ্চ শব্দে ডিজে পার্টি, অশ্লীল নাচ, মাদক সেবন ও জুয়ার আসর। এতে বিব্রতকর অবস্থায় পড়ছেন পরিবার নিয়ে ঘুরতে আসা ভদ্রলোকেরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একদল উঠতি বয়সী তরুণ-তরুণী খালি গায়ে ডিজে মিউজিকের তালে তালে অশ্লীলভাবে নাচছেন। ঘটনাটি ঘটে চলনবিলের একটি অংশে, যেখানে আশপাশের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় কিছু যুবক ও বাসিন্দা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে ডিজে পার্টিতে বাধা দেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা কয়েকজন তরুণ-তরুণীকে মারধর করেন। সেই মারধরের ঘটনাটিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় বিতর্ক।
নেটিজেনদের অনেকেই এই ঘটনাকে দেখছেন "সামাজিক প্রতিরোধ" হিসেবে। তাদের মতে, এই ধরনের অপসংস্কৃতি রোধে সমাজের সচেতন মানুষদেরই এগিয়ে আসা উচিত। কেউ কেউ আবার বলছেন, প্রশাসনের নজরদারির অভাব এবং সামাজিক দায়বদ্ধতার ঘাটতির কারণেই এমন বেপরোয়া আচরণ বাড়ছে তরুণদের মধ্যে।
স্থানীয়রা দাবি করছেন, চলনবিলে নৌভ্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অনৈতিক কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।
সমাজবিজ্ঞানীদের মতে, বিনোদনের নামে এই ধরনের অশ্লীলতা ও অপসংস্কৃতি ঠেকাতে কড়া নজরদারি, আইন প্রয়োগ এবং জনসচেতনতা গড়ে তোলা জরুরি। না হলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম আরও বিপথে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ভিডিও দেখুন: https://youtu.be/VCGjYXbIPG8?si=FasuyL544G7OrQuS
এম.কে.