ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে, তবে অর্থ দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশিত: ০৯:০৮, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ০৯:১০, ১৪ জুলাই ২০২৫

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়া হবে, তবে অর্থ দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাঁর প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। তবে এই অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্র কোনো অর্থ প্রদান করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

রবিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমরা এর জন্য কোনো অর্থ দিচ্ছি না। তবে আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট দিচ্ছি, যেটা তারা খুবই প্রয়োজন হিসেবে চিহ্নিত করেছে।"

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প জানাননি ঠিক কতগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে, তবে নিশ্চিত করেছেন যে কিছু সংখ্যক সরবরাহ করা হবে।

এই ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্প তাঁর আগের অবস্থান থেকে সরে এলেন। এর আগে তিনি ইউক্রেনে অস্ত্র ও অর্থ সহায়তা পাঠানো বন্ধ রেখেছিলেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিলেন।

ট্রাম্প বলেন, “আমরা অত্যাধুনিক অস্ত্র দিচ্ছি, তবে ইউক্রেন আমাদের ১০০% মূল্য পরিশোধ করবে।”

২০২১ সাল থেকে চলা ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছিল। তবে বাইডেন প্রশাসনের বরাদ্দ থেকে আসা অর্থ শেষ হয়ে যাওয়ার পর ট্রাম্প নতুন করে বাজেট অনুমোদন করতে অস্বীকৃতি জানান। তাঁর মতে, এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও কঠোর অবস্থানে যাবেন এবং যুদ্ধ বন্ধের সম্ভাবনা হ্রাস পাবে।

প্রথমদিকে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে বাধা হিসেবে চিহ্নিত করেছিলেন। এমনকি ফেব্রুয়ারিতে জেলেনস্কিকে “একজন মাঝারি মানের কৌতুক অভিনেতা” এবং “স্বৈরশাসক” বলেও সমালোচনা করেন।

তবে সম্প্রতি পুতিনের লাগাতার বিমান হামলা ও যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষার কারণে ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আরও প্রতিরক্ষা অস্ত্র পাঠাবো,” যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগের অস্ত্র প্রেরণ স্থগিতের সিদ্ধান্তকে উল্টে দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় মিত্রদের সঙ্গে রোমে অনুষ্ঠিত একটি বৈঠকে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে, আরও প্রতিরক্ষা সহায়তা পাওয়ার আশায় আশাবাদী হয়েছেন তিনি।

নোভা

×