
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ওহেদ মোল্যার ডাঙ্গী গ্রামে খালের উপর দিয়ে রাতের আঁধারে সরকারি প্রকল্পের রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। খালটির স্বাভাবিক পানি প্রবাহের পথ বন্ধ করে রাস্তা নির্মান করায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
জানা গেছে, শুক্রবার (২৭ জুন) রাতে একটি এস্কেভেটর (ভেকু) ব্যবহার করে খালের পানি প্রবাহের পথ বন্ধ করে মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে গেছে, যা ভবিষ্যতে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যার কারণ হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক জানায়, খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হলে এলাকায় কৃষিকাজ, পানি নিষ্কাশন এবং জীববৈচিত্র্যে প্রভাব পড়তে পারে। অবিলম্বে রাস্তা অপসারণ করে খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম কাউসার বলেন, এটি সরকারি প্রকল্পের রাস্তা। জনগণের চলাচলের সুবিধার্থে খালের ওপর রাস্তাটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে। একটি ব্রীজ প্রস্তাব দেয়া হয়েছে, নির্মানের পর রাস্তা অপসারণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার জানান, খাল ওপর রাস্তা নির্মানের বিষটি আমার জানা নেই। তবে খালের জন্য একটি ব্রীজের প্রস্তাব দেয়া হয়েছে।
কোন প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, চেয়ারম্যান ভালো জানেন।
Jahan