
ছবি: সংগৃহীত
চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান কন্যা খ্যাত নাফসিন মেহেনাজ আজিরিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নাফসিন লেখেন, “ব্যানার দিলে পূর্ণ সমর্থন ও অংশগ্রহণ, ব্যানার না দিলে কিছুই না।”
তিনি জানান, তিনি চেয়েছিলেন সব ছাত্রসংগঠন একসঙ্গে এসে দাঁড়াক শহীদ পরিবারগুলোর পাশে। কিন্তু অনেক সংগঠন তাকে শর্ত দিয়েছে— “সমর্থন করব, কিন্তু দলের নির্দেশ ছাড়া কিছু করা যাবে না।”
নাফসিন বলেন, তাদের কাছে জুলাইয়ের শহীদরা মূল ইস্যু নয়। তারা চায় শুধু রাজনৈতিক ফ্রেমে ফিট হওয়া, নতুন বাংলাদেশের স্বপ্ন নয়।
তিনি আরও বলেন, “তারা চেয়েছে আন্দোলনের মালিকানা, চেয়েছে স্বীকৃতি—ন্যায়বিচার নয়। আমি কোনো দলের প্রতিনিধি নই। আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চেয়েছিলাম—আমরা সবাই মিলে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াই।”
ফেসবুক স্ট্যাটাসে নাফসিন জানান, তিনি সাক্ষাৎ করেছেন শহীদ আলমগীরের মা এবং শহীদ নাইমার মায়ের সঙ্গে। শহীদ পরিবারগুলো আর কোনো রাজনৈতিক ব্যানারের নিচে যেতে চায় না। তারা বলেছে, তাদের শুধু ডাকা হয় রাজনৈতিক স্বার্থে, ব্যবহার করা হয়—সম্মান দেওয়া হয় না।
তিনি প্রশ্ন তোলেন, “আপনার কৃতিত্ব কি শহীদ পরিবারের শোকের চেয়ে বড়? আপনার সংগঠন কি এতটাই দুর্বল, যে শুধুই শর্ত দিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে?”
সাংবাদিকদের উদ্দেশে নাফসিন বলেন, “হয়তো আপনারা ভেবেছিলেন হাজারো মানুষের ভিড় দেখবেন, কিন্তু এখানে কেউ থাকবে না। শুধু আমি থাকব। একটা মোমবাতি, একটা প্ল্যাকার্ড, একটা কণ্ঠ আর একটা মেরুদণ্ড নিয়ে।”
তিনি লেখেন, “আমি তবুও থাকব। শহীদ মায়ের কষ্ট বুকে নিয়ে, প্ল্যাকার্ডে একটা প্রশ্ন লিখে, এবং এমন এক বাংলাদেশে বিশ্বাস নিয়ে— যেখানে ন্যায়বিচার কোনো দলের সম্পত্তি নয়।”
তার স্পষ্ট ঘোষণা, “একা হলেও, আমি থাকব। আপোষ করব না।”
সূত্র: https://www.facebook.com/photo?fbid=1044482681215429&set=a.179738434356529
এম.কে.