
জুলাই সনদ ও ঘোষণাপত্র, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম এবং ‘গণহত্যাকারী ভারতীয় প্রক্সি’ শেখ হাসিনার বিচারের দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ শিরোনামে পদযাত্রা করেছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন।
মঙ্গলবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় সংগঠনের অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, “১১ মাসেও আমরা জুলাই সনদ পাইনি। কোনও একক দলের এই সনদ দেওয়ার এখতিয়ার নেই। এই সরকারকেই জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয়, তবে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়াই উচিত। তা না হলে জুলাইয়ের ছাত্রজনতা তা আদায় করে নেবে।”
সংগঠনের অন্য এক সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, “গত ১১ মাসে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুইজন ছাত্র উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও গণমাধ্যমে কোনো সংস্কার আনতে পারেননি। সচিবালয় থেকে শুরু করে সরকারের কোথাও কোনও গঠনমূলক সংস্কার হয়নি। এনবিআর থেকে শুরু করে প্রতিটি দপ্তরে আজ ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “৩২ জন সাংবাদিকের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। অথচ সরকার সেই কথিত সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি দোষী হন তবে বিচার করুন, নয়তো দায়মুক্তি দিন। না হলে ছাত্রজনতা প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদ মুক্ত করবে।”
আরেক সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আমরা অনেক অপেক্ষা করেছি। অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সরকার যদি এখনই ঘোষণা না দেয়, তাহলে ৫০ বছর পর এই আন্দোলনকেই সন্ত্রাসী বলে ঘোষণা দেওয়া হবে। তাই আমরা বলছি—কালক্ষেপণ নয়, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিন।”
সানজানা