ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১৬:০৫, ১ জুলাই ২০২৫

পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার কচুয়ায় ইউনিয়ন পরিষদের ভিতরে ও পরে রাস্তায় তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী কচুয়ায় ইউনিয়ন বিএনপির নেতকর্মীরা গ্রাম আদালতের চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করেন।

জানা গেছে, দীর্ঘদিন পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নে গ্রাম আদালতের চেয়ারম্যান পদটি খালি ছিল। এ কারণে গ্রাম আদালতের বিচার কার্যক্রমে বিঘ্নিত হয়ে আসচ্ছে। গত মাসের ২২ জুন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান কচুয়ায় ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দিনকে গ্রাম আদালতের চেয়ারম্যান মনোনীত করে একটি প্রজ্ঞাপন জারি করেন।

বিএনপির একাংশের ধারণা, কচুয়ায় ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিনকে পরিষদের প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। এ ইস্যুতে মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা এনামের অনুসারীরা বিক্ষোভ করেন।

গ্রাম আদালতের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, গ্রাম আদালত পরিচালনা করার জন্য তাকে চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। তবে তাকে প্যানেল চেয়ারম্যান মনে করে বিএনপির একাংশ বিক্ষোভ করেছে।

বিকাশ চৌধুরী/রাকিব

×