ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গংগাচড়ায়

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজালাল শ্রাবণ, গংগাচড়া, রংপুর

প্রকাশিত: ২০:৩৬, ১ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৫, ১ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরের গংগাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের দমন-পীড়নের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগ স্মরণে ও তাঁদের রূহের মাগফিরাত কামনায় এ আয়োজন করে স্থানীয় জামায়াত।

আজ মঙ্গলবার (১ জুলাই) বাদ যোহর গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত এ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, বেতগাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মাদ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান বলেন, “জুলাইয়ের সেই হৃদয়বিদারক ঘটনার কথা আজও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। যারা শহীদ হয়েছেন, তারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাঁদের এই আত্মত্যাগ জাতির জন্য চেতনার বাতিঘর।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, “আওয়ামী দুঃশাসনের জিঞ্জির ভেঙেছে এ দেশের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে। তারা অকুতোভয় বীর, তারা জাতির সূর্যসন্তান। তাঁদের রক্তের ঋণ শোধ হবার নয়। এই আত্মদান আমাদের আগামী আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।”

আলোচনায় শহীদদের স্মৃতিচারণ ও খুনিদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সানজানা

×