
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ৩০ জুন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন।
হারুন অর রশিদ জোমাদ্দারকে আহ্বায়ক ও কামরুজ্জামান মিজানকে সদস্যসচিব করে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
সেলিনা হোসেন বাবলী, আলহাজ হারুন অর রশিদ সিকদার, জিয়াউল আহসান জুয়েল সিকদার, মিজানুর রহমান চুন্নু, নাসির উদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর আলম দুলাল, সোলায়মান সেরনিয়াবাত, মকবুল হোসেন খান, খলিলুর রহমান সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আব্দুস শুক্কুর বাচ্চু নেগাবান, অহিদুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন পিকু এবং অ্যাডভোকেট জিন্নাহ রথী।
জানা গেছে, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পর আগামী এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সানজানা