
বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ
বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা-যাদবপুর সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সেসময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বজ্রপাতে অহরহ প্রাণহানীর ঘটনা ঘটছে। চলতি বছরে ঝিনাইদহেও বজ্রপাতে বেশ কয়েকজন মারা গেছে। বজ্রপাত থেকে কৃষকসহ মানুষের প্রাণহানী রোধে ১২ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩ শতাধিক তালগাছের চারা রোপন করা হয়। এই তালগাছ রোপনের সংখ্যা আরো বাড়ানো হবে। পর্যায়ক্রমে গ্রাম-গঞ্জ থেকে সবখানে এই উদ্যোগ নেওয়া হবে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, বজ্রপাতরোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় দারুণ অবদান রাখে। যে কারণে কৃষি প্রণোদনার আওতায় মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে মহেশপুর উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপন করা হবে।
তিনি বজ্রপাত প্রতিরোধে সড়কের পাশে এবং বিভিন পতিত জমিতে এই তাল গাছের চারা রোপন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সায়মা ইসলাম