ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘রেড জুলাই

“জুলাইয়ের আগে নিজেও জানতাম না দেশটাকে এতটা ভালোবাসি”

প্রকাশিত: ১৬:০৮, ১ জুলাই ২০২৫

“জুলাইয়ের আগে নিজেও জানতাম না দেশটাকে এতটা ভালোবাসি”

ছবি:সংগৃহীত

অফিশিয়াল ফেসবুক পেইজ ‘দ্য রেড জুলাই ২৪’ এর গণ-অভ্যুত্থানের জুলাই-আগস্টের ১ বছর পূর্তি উপলক্ষে এক স্ট্যাটাসে জুলাইকে স্মরণ করা হয়েছে।

এক স্ট্যাটাসে তারা ৫ আগস্ট হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার পালানোর পর জাতীয় সংসদ ভবনে মানুষের আনন্দ-উল্লাসের একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে ‘রেড জুলাই’ লিখেছে, “জুলাইয়ের আগে নিজেও জানতাম না দেশটাকে এতটা ভালোবাসি।”

দেশের সর্বত্র বিজয়ের আনন্দে জনগণের পতাকা উড়িয়ে উল্লাসের চিত্র চোখে পড়ছে। ‘ধনধান্য পুষ্পে ভরা’ গানের সঙ্গে দেশপ্রেমিক মানুষের উচ্ছ্বাস যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় এবং “সবার আগে দেশ, দেশের মাটি”—এই কথাটাই যেন আবার স্মরণ করিয়ে দেয়। এমনই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1Ez8Hz4K4o/

মারিয়া

×