
ছবিঃ সংগৃহীত
বিএনপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান করেছে। বিকেল ৩টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হল অফ ফেম’-এ এই অনুষ্ঠান শুরু হয়। বিগত ১৬ বছরের আন্দোলনে গুম-খুনের শিকার পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।
সাথে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা অংশগ্রহণ করবেন ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উদ্বোধক হিসেবে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে বক্তব্য রাখেন গুমের শিকার পারভেজ কন্যা নিধি৷ তার কান্নাজড়িত আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1QLW3pXXxR/
মারিয়া