
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপত্মর ও শাখা প্রধান, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম। তিনি শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য ও দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি এবং বৈশ্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করেন।
Jahan