ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

হাসনাত আব্দুল্লাহ নতুন আহ্বান!

প্রকাশিত: ২৩:১২, ১ জুলাই ২০২৫

হাসনাত আব্দুল্লাহ নতুন আহ্বান!

ছবি: সংগৃহীত

জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি নতুন আহ্বান জানিয়েছেন।

আজ পহেলা জুলাই (মঙ্গলবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লিখেন, ক্ষমতা নেমে আসুক জনতার কাতারে।

কাউনিয়া-পীরগাছার ওই সমাবেশের ছবিতে অসংখ মানুষ মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন মানিক মিয়া নামে একজন মন্তব্য করেন, ঢাকার বাইরে বের হওয়ায় অভিনন্দন। সারা দেশে যাও। মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাও। এখনো সময় আছে, ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের গোছাও।

Md Azmir Fakir  নামে একজন মন্তব্য করেন, ধৈর্য ধরেন, নীতিতে অটুট থাকেন, এনসিপি'র গণজোয়ার বইবে সারা দেশে‌।

Hafiz Tafazzul Husain নামে একজন মন্তব্য করেন, প্রতিটি বছরে জুলাই ফিরবে, কিন্তু জুলাইয়ের শহীদরা কখনও ফিরবে না।

Md Mosarraf নামে একজন মন্তব্য করেন, জুলাই নিয়ে আওয়ামি লীগের লোকজনের জ্বা'লা শুরু হয়েছে। জ্বা'লাপো'ড়া করে লাভ নেই, জুলাই আমার ভাইদের রক্ত দিয়ে কেনা, জুলাই-আগস্ট শুধুই আমাদের। যত ফাল পারবি ততই বিপদে পড়বি। আওয়ামীলীগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে শুধুই রূপকথার গল্প হয়ে থাকবে। আর কিছু না।

ফারুক

×