ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চড়ের প্রতিশোধে জাসদ কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ৩

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১৫:২৮, ১ জুলাই ২০২৫

চড়ের প্রতিশোধে জাসদ কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিকসহ আরও ২ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩), ও নিমাই চাঁদের ছেলে নাঈম খান (২৩)।
তাদের বিরুদ্ধে আগেও এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন ঈদগাহ মাঠের কাছে একটি রাস্তার মোড়ে জমির উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হাতুড়ি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় তাকে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, প্রায় দেড় বছর আগে স্থানীয় এক চায়ের দোকানে তর্কের এক পর্যায়ে আমার স্বামী অভিযুক্তদের একজনকে চড় মেরেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা দীর্ঘদিন ধরে শত্রুতা পুষে রেখেছিল। অবশেষে পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলা হলো।

এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান, মিটন এলাকায় দীর্ঘদিন ধরেই কয়েকটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একাধিকবার ছোটখাটো সংঘর্ষও হয়েছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে সেগুলো মীমাংসা হলেও মূল সমস্যার সমাধান হয়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া অনুসারে মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সানজানা

×