
ছবি: জনকন্ঠ
চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ সার্বিক মূল্যস্ফীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি। মঙ্গলবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগান নিয়ে পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও প্রত্যাশিত স্বস্তি আসেনি বাজারে। আয় ও ক্রয়ক্ষমতার ভারসাম্য না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে পুষ্টিকর উপাদান যেমন মাছ, মাংস, ডাল বা সবজি বাদ দিয়ে শুধু ভাত-নির্ভর খাবার খাচ্ছেন, যা দীর্ঘমেয়াদি পুষ্টিহীনতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনার রায়ের সভাপতি মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন জেলা কৃষক দল সভাপতি শফিকুল আলম সমাপ্ত, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, ভূমিহীন আন্দোলনের নেতা আফজাল হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাডভোকেট দিল সেতারা চুনি ও পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।
কর্মসূচি থেকে ৫ দফা পেশ করা হয়। এগুলো হলো, কৃষকের কাছ থেকে সরকারের সরাসরি চাল ক্রয়ের আওতা বৃদ্ধি করতে হবে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বাজার, উৎপাদন, মূল্য নির্ধারণ এবং ভোগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র কৃষকের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার সহায়তায় টিসিবি এবং ওএমএস কর্মসূচির আওতা বৃদ্ধির মাধ্যমে প্রয়োজনভিত্তিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং যথাযথ মনিটরিং এবং সিন্ডিকেট এর অপতৎপরতা রোধে দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চালের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে আনতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জরুরি ভিত্তিতে এই দাবিগুলো বিবেচনা করে দেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।
Mily