ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নির্বাচন পেছাতে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক রেখেছে: যুবদল সভাপত

প্রকাশিত: ১৪:০৮, ১২ জুলাই ২০২৫

নির্বাচন পেছাতে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক রেখেছে: যুবদল সভাপত

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, বর্তমান সরকারের পরিকল্পিত ব্যর্থতার কারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে যাচ্ছে। এই অবনতি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে, যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায়।

শনিবার এক বিবৃতিতে যুবদল সভাপতি বলেন, “বর্তমানে প্রশাসনের ব্যর্থতার কারণেই দেশে এক ধরনের অরাজকতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিলেক্টিভ প্রতিবাদ করছে এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বারবার প্রশাসনকে আহ্বান জানিয়েছে দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। কিন্তু সরকার ও প্রশাসন এ ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ। আমরা মনে করি, সরকার পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে, যাতে দেশে বিশৃঙ্খলা অব্যাহত থাকে এবং জাতীয় নির্বাচন পেছানোর পথ সুগম হয়।”

যুবদল সভাপতি অভিযোগ করেন, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় না, সেই গোষ্ঠীটি এখন বিএনপি ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দিচ্ছে। তারা চায় দেশে আরও অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। "

তিনি আরও বলেন, সরকারের একটি অংশও এই ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা নিচ্ছে না। "

সাম্প্রতিক একটি জনমত জরিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত সপ্তাহে প্রকাশিত জরিপে দেখা গেছে, দেশের তরুণ সমাজ বিএনপির প্রতি আস্থা রাখে। যারা নিজেদেরকে তরুণদের একমাত্র প্রতিনিধি দাবি করতেন, সেই দাবির কোনো ভিত্তি নেই বলেই প্রমাণ হয়েছে। এই ফলাফলের পরই একটি গুপ্ত সংগঠন এবং তাদের পরিচালিত একটি আনাড়ি দলের নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। প্রয়োজনে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত।”

সাধারণ জনগণের উদ্দেশে আব্দুল মোনায়েম মুন্না বলেন, “দেশে আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের মতো একটি দেশের জন্য স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। একসময় আরব বসন্তে বেন আলির পতন হয়েছিল, কিন্তু ১৫ বছরেও তিউনিসিয়ায় শান্তি আসেনি। আমরা যেন সে পথ না অনুসরণ করি।”

 

সানজানা

×