
ছবিঃ সংগৃহীত
'নাই নাই ভয়, হবে হবে জয়' প্রতিপাদ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এ সম্মেলের উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ প্রফেসর অশোকা দত্ত। অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সোহরাব হোসেন, অশোক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ।
উদ্বোধনী পর্বের শেষে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ।
এ অধিবেশনে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়।
কাউন্সিল অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন প্রণব দাস। প্রয়াত সকল গুণী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালনের পর শুভেচ্ছা বক্তব্য দেন ও সম্পাদকীয় প্রতিবেদন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত। অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ। মুক্ত আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সুরবিতান সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্নালাল দে, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেল, সনাক যশোরের সাবেক সভাপতি শাহিন ইকবাল, বাচিকশিল্পি সাধন কুমার দাস, মাহমুদা রিনি, শিল্পাঙ্গন যশোরের হাসান হাফিজুর রহমান প্রমুখ।
শেষে সর্বসম্মতিক্রমে শ্রাবণী সুরকে পুনরায় সভাপতি এবং গাজী সাইফুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দীপংকর দাস রতন, মাসুদ পারভেজ মিঠু, নওরোজ আলম খান চপল, কোষাধ্যক্ষ মাহমুদা খানম রিনি, সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, কাজী শাহেদ নওয়াজ, লক্ষ্মী রাণী বৈদ্য, ললিতা বিশ্বাস ও সন্ধ্যা অধিকারী। সদস্যরা হলেন শুভঙ্কর গুপ্ত, আহম্মেদ সাঈদ বুলবুল, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, প্রণব দাস, পান্নালাল দে, হাসান হাফিজুর রহমান, অরুণ মজুমদার, সবিতা পাল, মণিষা গাঙ্গুলী, রফিকুল ইসলাম।
শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা হয়।
মারিয়া