ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

জাহিদুর রহমান, মেহেরপুর

প্রকাশিত: ১৯:১৯, ১২ জুলাই ২০২৫

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সামনে নির্মমভাবে নিহত ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আশিক রাব্বি। তিনি বলেন, ‘একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছি।’

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে অংশ নেন হাসনাত জামান সৈকত, হাসনাত আলী, মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজসহ  সাধারণ শিক্ষার্থীরা।

রাকিব

×