ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা করলেন ব্যারিস্টার কায়সার কামাল

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:১৯, ১২ জুলাই ২০২৫

ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা করলেন ব্যারিস্টার কায়সার কামাল

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতা শুক্কুর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে শুক্কুর আলীর শেষ কেমোথেরাপির খরচ তার পরিবারের হাতে তুলে দেন দলের স্থানীয় নেতাকর্মীরা।

শুক্কুর আলী দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসে ক্যান্সারে ভুগছেন এবং নিজের সকল সহায়-সম্বল ব্যয় করে চিকিৎসা চালিয়ে আসছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মোট ছয়টি কেমোথেরাপি প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে শেষ পর্যায়ের থেরাপিগুলোর ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না।

এই পরিস্থিতির কথা স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পেরে ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে তার চিকিৎসার দায়িত্ব নেন। প্রতি মাসে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে থেরাপির খরচ শুক্কুর আলীর পরিবারের কাছে পৌঁছে দেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার তার শেষ কেমোথেরাপির খরচও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলীউল আজীম, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্কুর আলীর আত্মীয় লিটন আকন্দ বলেন, “মানবসেবার প্রকৃত উদাহরণ রেখেছেন ব্যারিস্টার কায়সার কামাল ভাই। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, একজন প্রকৃত নেতা কেমন হওয়া উচিত। তাঁর এই মানবিক ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

আসিফ

×