ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রাজধানীতে ব্যবসায়ী হত্যা, মাদারগঞ্জে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ

সংবাদদাতা, মাদারগঞ্জ, জামালপুর

প্রকাশিত: ১৯:১৭, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১৮, ১২ জুলাই ২০২৫

রাজধানীতে ব্যবসায়ী হত্যা, মাদারগঞ্জে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২জুলাই) বিকালে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটি সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশর অংশ হিসাবে মাদারগঞ্জে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 
বিক্ষোভকারীরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড রোধে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

শহীদ

×