ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম

নৈতিক বাংলাদেশ গঠনে ইমাম ও আলেমদের ভূমিকা অগ্রগণ্য  

নাসির হায়দার, সাপাহার, নওগাঁ

প্রকাশিত: ১৩:৫৪, ১২ জুলাই ২০২৫

নৈতিক বাংলাদেশ গঠনে ইমাম ও আলেমদের ভূমিকা অগ্রগণ্য  

ছবি: দৈনিক জনকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার উদ্যোগে একটি ইমাম ও ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ৯টায় সাপাহার উপজেলার মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন সাপাহার ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা কাজী এ কে এম ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, "পাথর দিয়ে মানুষ মারার বিভৎস জাহেলী দৃশ্যে পুরো বাংলাদেশ লজ্জায় স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আর পাথরের আঘাতে প্রাণ হারানোর সেই পথকে প্রশ্রয় দেবে না। এজন্য আমাদের সমাজে নৈতিকতা ফিরিয়ে আনতে ইমাম ও আলেমদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। নৈতিক বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা অগ্রগণ্য।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:জেলা কর্ম পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পত্নীতলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ হাবিবুর রহমান,জেলা কর্ম পরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনে পরিচালক মাওলানা মোঃ নওশাদ আলী ও উপজেলা আমির মাওলানা আবুল খায়ের তরুণ।

এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় ওলামা-মাশায়েখগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

নোভা

×