
ছবি: সংগৃহীত
১২-দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, বাংলাদেশের জনগণের উপর বিশ্বাস করেই আমরা রাজনীতি করি। কোনো পরাশক্তির উপর আমাদের বিশ্বাস নেই। আন্তর্জাতিকতার নামে যে মতবাদ চালু আছে, তাতেও আমাদের আস্থা নেই। জনগণই আমাদের শক্তির উৎস। কিন্তু গত ১৭ বছরে তিনটি জাতীয় নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা গত ১৫ বছর ধরে শুধুমাত্র জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে নিরলস আন্দোলন করে যাচ্ছি।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, যদি জনগণকে সুষ্ঠু ভোটাধিকার দেওয়া হয়, তারা তাদের চাওয়ামতো দলকেই বেছে নেবে। তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে—এটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে এই অধিকার হরণ করা হচ্ছে। তাই আমরা আন্দোলনে আছি, এবং ধারাবাহিকভাবে তা চালিয়ে যাচ্ছি।
জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে শাহাদাত হোসেন বলেন, ৫ই আগস্টের পর জামায়াতের কথাবার্তায় আমরা কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। কখনও আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার মতো অবস্থান, আবার কখনও তা থেকে সরে আসা—এসব দ্বৈত চরিত্র গণতান্ত্রিক রাজনীতিকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ রাখা যাবে কি না, এ নিয়ে আলোচনা হচ্ছে। এটি ন্যায়বিচারের প্রতীক, সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। অনেকেই বলছেন এটি রাখা উচিত নয়। অথচ পুলিশ ব্যবহার করছে নৌকার প্রতীক—এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তাহলে একমাত্র ধানের শীষকে টার্গেট করেই কেন বাধা আসে?
সেলিম বলেন, আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে এনসিপি-র তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে—আপনারা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকুন। প্রতীক, দল বা মত নয়—আমাদের লড়াই হওয়া উচিত জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
শেখ ফরিদ