ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মিটফোর্ডে ‘জাহেলিয়াতকেও হার মানানো’ বর্বরতার নিন্দা চরমোনাই পীরের

প্রকাশিত: ০৪:১৪, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ডে ‘জাহেলিয়াতকেও হার মানানো’ বর্বরতার নিন্দা চরমোনাই পীরের

ছবি: সংগৃহীত

মিটফোর্ড এলাকায় সম্প্রতি সংঘটিত নির্মম হত্যাকাণ্ডকে ‘আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা’ বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার মাধ্যমে আবারও জাতির সামনে পরিষ্কার হয়েছে—কে বা কারা এসব ঘটনার পেছনে জড়িত।

চরমোনাই পীর বলেন, আজকে বাংলাদেশের ভিতরে মিটফোর্ডে যে আইয়ামে জাহেলিয়াতকেও হার মানানো বর্বরতা ঘটেছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এটা এখন জাতির কাছে পরিষ্কার।

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে বহু মায়ের কোল খালি হয়ে গেছে। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে সরকার গঠন হয়েছিল, সেই বাস্তবতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা কল্পনাও করা যায় না। যারা এরকম ঘটনা ঘটাচ্ছে তারা যেন কোনোভাবে চাঁদার জন্য এদেশে দৌরাত্ম্য চালাতে না পারে—সেজন্য সরকার এবং প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, যদি এ বিষয়ে সরকার, সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যারা দায়িত্ব পালন করছেন—তারা যদি নতজানু থাকেন এবং কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তবে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা এখনও বুঝে উঠতে পারছি না তাদের দুর্বলতার উৎস কোথায়।

চরমোনাই পীর এসময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ৫ আগস্টের পর দেশের সিংহভাগ মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে ছিল। এখনও দেশের জনগণ নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে। কিন্তু তারপরও কেন চাঁদাবাজদের এমন তাণ্ডব চলবে, কেন একজন মানুষকে নির্মমভাবে পাথর দিয়ে প্রস্তরযুগের কায়দায় হত্যা করা হবে—তা আমাদের জাতিকে দেখতে হবে?

তিনি আরও বলেন, এই বর্বরতা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা বলব—এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে যেই দলের নাম বারবার আসছে, সেই দলের কেন্দ্রীয় নেতাদের বলব, আপনারা তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এখনই নিজেদের দায়িত্বশীলতা প্রমাণ করুন।

চরমোনাই পীরের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, দেশে সাম্প্রতিক সহিংসতা এবং অরাজকতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশও কঠোর অবস্থান নিচ্ছে এবং দোষীদের বিচার দাবি করছে।

 

শেখ ফরিদ

×