
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান প্রধান বাবলুকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলায় মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আতাউর রহমান বাবলু উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় গত ৩ অক্টোবর এবং ২০১৪ সালের ১৫ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা, মারপিট ও ককটেল নিক্ষেপের ঘটনায় এ বছরের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় মামলা পৃথক দুটি মামলা দায়ের হয়। এ মামলা দুটিতে অন্যান্য আসামিদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান প্রধান বাবলুকেও আসামি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মনজুর হাবীব মনজু/রাকিব