
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল এক নতুন তারকার আবির্ভাব—ডা. তাসনিম জারা। চিকিৎসক থেকে জননেত্রী হয়ে উঠেছেন তিনি, আর আজ বাংলাদেশের প্রতিটি কোণায় কোণায় তাঁর জন্য অপেক্ষা করছে মানুষ।
গ্রাম হোক কিংবা শহর, দক্ষিণের মফস্বল হোক কিংবা উত্তরের সীমান্ত—যেখানে তিনি যাচ্ছেন, সেখানেই ভিড় করছে হাজারো মানুষ। অনেকে হাত নাড়ছেন, অনেকে হাসছেন, কেউ কেউ তো আবেগে কেঁদেও ফেলছেন। এই আবেগ শুধু একজন নেত্রীর প্রতি নয়—এটি একটি স্বপ্নের বাংলাদেশের প্রতি ভালোবাসা, যার প্রতীক হয়ে উঠেছেন ডা. জারা।
ডা. তাসনিম জারার রাজনৈতিক আবির্ভাব কেবলই নেতৃত্বের রূপান্তর নয়, এটি আদর্শ ও মূল্যবোধের এক নতুন ধারা। তিনি ভরসা জাগান, কথা বলেন সরলতায়, আর তাঁর চোখে ভবিষ্যতের জন্য রয়েছে স্বচ্ছ পরিকল্পনা।
তিনি ঝিনাইদহ সফরে গেলে হাজারো মানুষ তাঁকে স্বাগত জানায়। স্থানীয়রা জানান, এমন রাজনৈতিক নেত্রী তারা আগে দেখেননি—যিনি কথা বলেন বিনয়ের সাথে, শোনেন মনোযোগ দিয়ে, আর আশ্বাস দেন গোঁড়ামুক্ত উন্নয়নের।
রাজনীতির চলমান উত্তেজনা ও হতাশার মাঝখানে ডা. তাসনিম জারাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নতুন আশার আলো।
এই আলোর নাম— ‘নতুন বাংলাদেশ’।
Mily