
চুয়াডাঙ্গায় বুধবার পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে, আপনারা আমাদের সমর্থন করুন, ইনশাআল্লাহ হতাশ হবেন না। জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ, ইনসাফের পক্ষে বাংলাদেশ উপহার দেবে।
এ দেশের মাটি ও মানচিত্র রক্ষা করা ছাত্র ও যুবকদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যে কাজ করবে। বুধবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গার বড় বাজার শহীদ হাসান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়। এটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করা যেন তার একমাত্র দায়িত্ব। সম্প্রতি চুয়াডাঙ্গাতেই হত্যা করা হয়েছে ২ শতাধিক মানুষকে।
তিনি আরও বলেন, ভারত সরকার গণহত্যাকারী, খুনি-সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। জুলাই হত্যাকা-ের জন্য এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগই দায়ী।
নাহিদ আরও বলেন, গত ৫৪ বছর ধরে বাংলাদেশের জনগণ, নাগরিকদের গোলামের মতো জীবনযাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা-সার্বভৌমত্ব-স্বাধীনতা বারবার ক্ষুণœœ হয়েছে। শেখ হাসিনা সরকার ১৬ বছর ধরে টিকে ছিল, খুন-গুম মানুষকে হত্যা করেছে ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে এনসিপির কেন্দ্রীয় এই নেতা বলেন, হাসিনা সরকার হাজারের ওপর মানুষকে গুলি করে হত্যা করেছে, ১০ হাজারেরও ওপর মানুষকে আহত করেছে। তাই, শেখ হাসিনার বিচার এবং দেশ গঠনে সংস্কারের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে।
পথসভায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, যে আশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল গত এক বছরে আমরা আমাদের সেই কাক্সিক্ষত জায়গায় পৌঁছতে পারিনি। সেই আকাক্সক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে।
পথসভায় অন্যান্যের মধ্যে যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান বক্তব্য রাখেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুপুর ১টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার নবম দিনে আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।
প্যানেল মজি