ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

সরকার শর্তপত্র বাস্তবায়নে ব্যর্থ হলে ৫ই আগস্টের মতো এবারো আমরা গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবো

প্রকাশিত: ০০:৩৫, ১০ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩৬, ১০ জুলাই ২০২৫

সরকার শর্তপত্র বাস্তবায়নে ব্যর্থ হলে ৫ই আগস্টের মতো এবারো আমরা গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবো

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করায় জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, “সরকার যদি বিচারের রোডম্যাপ, জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার সনদ স্পষ্টভাবে উপস্থাপন না করে, তাহলে নির্বাচন প্রক্রিয়া গ্রহণযোগ্যতা হারাবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা নির্বাচনের বিপক্ষে না। তবে নির্বাচনের আগে যে ধাপগুলো পূরণ করা দরকার—সংবিধান সংস্কার, বিচারের রোডম্যাপ, জুলাই সনদ—তা না হলে জনগণ প্রতারিত হবে।” তিনি অভিযোগ করেন, সরকার বিচার ও সংস্কার নিয়ে কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না, বরং তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।

তিনি বলেন, “ঐক্যমত কমিশন এখনো নির্ধারিত নয়। আমরা প্রস্তাব করেছি, গণপরিষদ ও আইনসভায় একসাথে নির্বাচন হতে হবে। না হলে নতুন সংবিধান প্রণয়নের যে লক্ষ্য, তা অর্থহীন হয়ে যাবে।”

আগস্ট মাসকে কেন্দ্র করে সম্ভাব্য আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি জানান, “গত বছরের মতো এবারও আগস্টে জনগণের রাস্তায় নামার প্রস্তুতি রয়েছে। যদি সরকার বা কোনো পক্ষ শর্তপত্র বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে আমরা গণআন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।”

নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ আছে। নির্বাচন শুধু বাহিনী মোতায়েন দিয়ে সম্ভব নয়, পুলিশ সংস্কার ও প্রশিক্ষণ এখন জরুরি।”

এনসিপির বিরুদ্ধে তিন দফা ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে তিনি জানান, “পার্টি অফিসে পরপর তিনবার বিস্ফোরণ হয়েছে। সরকার এখনো ব্যবস্থা নেয়নি। আমরা মামলা করেছি, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি।”

নাহিদ দাবি করেন, “এসব হামলা আমাদের গণজোয়ারকে থামাতে পারবে না। রাজশাহীসহ বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে।”

নেতৃত্ব বিতর্কে জবাব দিয়ে নাহিদ বলেন, “আমাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা চালানো হয়েছে—দুর্নীতি, অযোগ্যতা, জামানত হারানোর হুমকি। কিন্তু জনগণ এসব প্রচারণাকে প্রত্যাখ্যান করেছে। তারা জানে কে তাদের কথা বলে, কে মাঠে থাকে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যারা চাঁদাবাজি, দখলবাজি আর দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, মানুষ তাদের বিকল্প খুঁজছে। সেই বিকল্প, সৎ ও সাহসী নেতৃত্বের জায়গাটা এখন এনসিপিই পূরণ করতে পারবে।”

সূত্র: https://www.youtube.com/live/jhEl7K3XfxA?si=kYAFkam9H-wukUiC

আসিফ

×