ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যারা একটি আসনেও জয়লাভ করতে পারবে না, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: মোস্তাফিজুর রহমান বাবুল

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর।।

প্রকাশিত: ১৬:৪৪, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৪৫, ৮ জুলাই ২০২৫

যারা একটি আসনেও জয়লাভ করতে পারবে না, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: মোস্তাফিজুর রহমান বাবুল

ছবি: সংগৃহীত।

মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের একটি আসনেও জয়লাভ করতে পারবে না, তারাই নির্বাচনের বর্তমান পদ্ধতি বদলে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন করতে চায়। তারাই আবার জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। মূলত, তারা জাতীয় নির্বাচন বিলম্বিত করে ড. ইউনুসকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চায়।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায়, তারা গভীর ষড়যন্ত্র ও শয়তানির পরিকল্পনায় লিপ্ত। এটা এখন আর কারও বুঝতে বাকি নেই। কিন্তু এতো সহজ নয়— তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।”

মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, “আমরা বিএনপির নেতাকর্মীরা বিগত ১৫ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি— সবার আগে জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপি এ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে দলের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। পরে তারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি।”

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ।

আরও বক্তব্য রাখেন: কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, এম. রফিকুল ইসলাম রহিম, আলহাজ নুরুল আলম সিদ্দিকী, সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, তৈয়বুর রহমান মাস্টার প্রমুখ।

সায়মা ইসলাম

×