
শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক রূপান্তরের অংশ হিসেবে জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভাসহ ৯টি ইউনিটের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাতে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম মাসুদ, ফজলুর রহমান তারা, এডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সাবেক আহ্বায়ক হযরত আলী, সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেলসহ জেলার ২৯ জন দায়িত্বশীল নেতা। সভায় প্রত্যেকে একমত পোষণ করে বিলুপ্তির প্রস্তাবনা পাস করেন।
আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “দল পুনর্গঠনে এই বিলুপ্তি সময়ের দাবি। অনেক কমিটিতে কার্যকর কর্মসূচি ছিল না, নেতৃত্বও ছিল অদৃশ্য। সামনে কঠিন আন্দোলন, তাই ত্যাগী, পরীক্ষিত এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নের সময় এসেছে।”
সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ বলেন, “শেরপুর জেলা বিএনপিকে দুর্বার আন্দোলনের উপযোগী রূপ দিতে চাই আমরা। এ জন্য সংগঠনের ভেতর থাকা দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, বালু সিন্ডিকেট বা রাজপথে অনুপস্থিতদের বাদ দেওয়া হবে। নতুন কমিটিতে জায়গা পাবে পরীক্ষিত ও ত্যাগী নেতারা।”
যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম মাসুদ বলেন, “দলকে আগামীর জন্য প্রস্তুত করতে হলে সাহসী, আন্দোলনমুখী এবং জবাবদিহিমূলক নেতৃত্ব দরকার। যারা মাঠে ছিলেন না, আন্দোলনে ছিলেন না, তারা দলের বোঝা। এই শুদ্ধিকরণ সেখান থেকে মুক্তির পথ।”
যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা বলেন, “দীর্ঘদিন ধরে মাঠে পরিশ্রম করা নেতাকর্মীদের মূল্যায়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছিল। বিলুপ্তির মাধ্যমে নতুন করে আত্মবিশ্বাস ফিরবে এবং দলের ভেতর গণতন্ত্রও কার্যকর হবে।”
ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন,
“দল পুনর্গঠনই একমাত্র উপায় নয়, পুনর্জাগরণের মাধ্যমও। আমরা চাই নেতৃত্বে আসুক মেধাবী, সাহসী ও জনগণের সঙ্গে সংযুক্ত মুখগুলো।”
সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী বলেন, “আজকের সিদ্ধান্ত সাহসী এবং সময়োপযোগী। দলে এখন আর সমঝোতা নয়, প্রয়োজন সংগ্রামী নেতৃত্ব—যারা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন।”
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিলুপ্ত ইউনিটগুলোর মধ্যে রয়েছে শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নকলা উপজেলা এবং শেরপুর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী পৌর বিএনপি।
দলীয় সূত্রে জানানো হয়, খুব শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামো মজবুত করার কাজ শুরু হবে।
সানজানা