
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভোলার দৌলতখান উপজেলায় দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (গতকাল) বিকেলে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় নতুন সদস্য হিসেবে দলে যোগ দেওয়া তরুণ-তরুণীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, “আমরা শেখ হাসিনা সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। এই সময়টি গুরুত্বপূর্ণ, তাই বিভিন্ন প্রপাগান্ডা, মিথ্যা প্রচার এবং ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। নির্বাচনের আগে প্রার্থীদের ও তাদের দলকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত নানা অপপ্রচার চালানো হবে।”
তিনি অভিযোগ করেন, “গত রবিবার জনৈক সেলিম নামের এক ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ করেছেন। সে কখনো আমার কাছে আসেনি, এমনকি সে ভোলা-২ আসনের ভোটারও নয়। আমি মনে করি, কোনো গোষ্ঠী তাকে এই উদ্দেশ্যে ব্যবহার করেছে।”
জামায়াতে ইসলামী প্রসঙ্গে হাফিজ ইব্রাহিম বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামী কী ভূমিকা রেখেছিল, তা জাতি জানে। তাদের আমির সম্প্রতি ১৯৪৮, ১৯৫২ ও ১৯৬৯ সালের জন্য ক্ষমা চাইলেও ১৯৭০ ও ১৯৭১ সালের জন্য এখনো দুঃখ প্রকাশ করেননি। অর্থাৎ, স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ। তারা এখনো সেদিনের অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সকলকে সতর্ক ও সচেতন থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আসিফ