ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইবির বিভাগ-অফিসের পাঁচ বছরের যন্ত্রপাতির হিসাব তলব

নিজস্ব সংবাদদাতা, ইবি  

প্রকাশিত: ১০:২১, ৬ জুলাই ২০২৫

ইবির বিভাগ-অফিসের পাঁচ বছরের যন্ত্রপাতির হিসাব তলব

ছবি- দৈনিক জনকণ্ঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগ, অফিস ও শাখা অফিসগুলোতে ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, মাল্টিমিডিয়া ইত্যাদির হিসাব চেয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, যন্ত্রপাতি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সরকারের কোন খাত থেকে কেনা হয়েছে অথবা কিভাবে পেয়েছেন, বর্তমানে কোন অবস্থায় আছে বা কে ব্যবহার করছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার অফিসে প্রেরণ করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
 

নোভা

×