ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

স্লোগান বন্ধ করা হলে আমি দম বন্ধ হয়ে মারা যাব: যুবদল নেতা নয়ন

প্রকাশিত: ১০:৫৭, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১১:০৩, ১৯ জুলাই ২০২৫

স্লোগান বন্ধ করা হলে আমি দম বন্ধ হয়ে মারা যাব: যুবদল নেতা নয়ন

ছবি: সংগৃহীত

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক রবিউল ইসলাম নয়ন বলেছেন, “রাজপথ আমার খেলার মাঠ, স্লোগান আমার মনের খোরাক, জেলখানা আমার রাজনীতির পাঠশালার জায়গা, বিশ্রামের জায়গা। তো স্লোগান হচ্ছে আমার মনের খোরাক। আপনি যদি আমার মনের খোরাক কেড়ে নেন তাহলে হয়তো আমি বাঁচবো না।”

সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানান যুবদলের এই নেতা।

তিনি বলেন, স্লোগানটা হৃদয় থেকে আসে। বিপ্লবীরাই স্লোগান নিয়ে সামনে এগিয়ে আসে। রাজপথে জানান দেয়াটা আসলে মারামারি না। রাজপথে জানান দেয়া হচ্ছে স্লোগানের মধ্যে দিয়ে কর্মীদেরকে উৎসাহিত করা, স্লোগানের কম্পনে রাজপথকে অলংকৃত করা।

তিনি আরও বলেন, প্রেক্ষাপট অনুসারে স্লোগান দেই আমি। আমার দরকার হচ্ছে প্রোগ্রামটাকে সফল করা। আমার নেতাকর্মীরা কোনো মটিফে কখনও যাতে বেখেয়ালি না হয়ে প্রোগ্রামের দিকে খেয়ালি থাকে সেটার ধারাবহিকতায় বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে স্লোগান দেয়া হয়।

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=1380496923044320&rdid=EYwYbCdim4MyYSGa

শিহাব

×