ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বাঙলা কলেজ শিক্ষার্থী সাগরের মৃত্যুবার্ষিকী আজ

আরমানুজ্জামান সৈকত, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাঙলা কলেজ

প্রকাশিত: ১০:২৩, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১০:২৪, ১৯ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বাঙলা কলেজ শিক্ষার্থী  সাগরের মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি।

সাগর ছিলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। মা গোলাপী বেগম ও বাবা তোফাজ্জেল হোসেনের জীবনের সব স্বপ্ন, ভরসা আর ভবিষ্যৎ দিকনির্দেশনা ছিল এই ছেলেকে ঘিরেই। তার আকস্মিক মৃত্যুর এক বছর পরেও পরিবারটি এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

ঘটনার পরদিন ২০ জুলাই তার মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে নিয়ে দাফন করা হয়।

সাগরের সহপাঠীরা জানান, কলেজের শান্তশিষ্ট, ভদ্র এবং সচেতন ছাত্রদের একজন ছিলেন সাগর। তার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা ছিল না। ন্যায্যতার পক্ষে দাঁড়িয়ে সহপাঠীদের সঙ্গে একাত্মতা জানিয়ে গিয়েছিলেন আন্দোলনে।

সাগরের সহপাঠী এস.এম মঈন বলেন, “সে ছিল আমাদের মধ্যে সবচেয়ে মানবিক ও নিরীহ প্রকৃতির, সাগর কোনোকিছুর সাত-পাঁচে থাকতোনা। এখন তার নামটা শুধুই স্মৃতি।”

বাঙলা কলেজে আজ অল্প পরিসরে তার সহপাঠীরা দোয়ার আয়োজন করেছে এছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাকছাস) শহীদদের স্বরণে বাঙলা কলেজ থেকে মিরপুর-১০ পদযাত্রার আয়োজন করেছে।

সাব্বির

সম্পর্কিত বিষয়:

×