ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কবিতা

মোসাঃ তানজিলা

প্রকাশিত: ১০:১২, ১৯ জুলাই ২০২৫

কবিতা

সংগৃহীত প্রতীকী ছবি

কবিতা নিয়ে লিখা হয়েছে বহু কবিতা
প্রত্যেক ভাষাচেতন মন কবিতা নিয়ে ভাবে দুস্তর

তাই এই শিরেনামে লেখা হলো আরেক  কবিতা বিস্তর।

আমার মন ও যোগ দিলো সেই মহাত্মার সাথে 
যা নিয়ে বসলাম 
কবিতার সমাচারে।
কবিতাকে নিয়ে এই প্রথম লিখি নি গো
এর আগেও কত রঙে ঢঙে সাজাতাম সখের কবিতা 
এখন এটা হচ্ছে গদ্যছন্দ।
এক নতুন সত্যের দ্বার উন্মোচন। 
আমার ভালোলাগার এক বহিঃপ্রকাশ এই কবিতা হলেও
যার  সত্যিকার ভালোবাসাতে হই বহিষ্কার। 
হ্যা,হই বহিষ্কার। 
জানেন কি হে? 
প্রতিটি কবিমন কাটায় খুব একাকিত্ব  জীবনে
একাকিনী না হলে শব্দ গাঁথে না বিশদ কবিতাকারে
অন্য দিকও আছে 

ভালোবাসা যখন মই ছুঁই ছুঁই 
তখনও বহু সৃষ্টিরা নেয় পিছু
মিথ্যে উপমায় ধোঁকা দেয় প্রমিকাকে
সেগুলো যেন একদম খাঁটি মিষ্টি পানের গান।
আর এখন হচ্ছে করলার রস
সত্য কিন্তু ভালো লাগে না,
তিতকুটে স্বাদ
এই কবিতা জীবনের সিংহভাগ যেন টানে।
কিন্তু ঐ মধুর মিষ্টির একটুখানি সময় ই সৃষ্টি করে তোলপাড় করা দুঃখ।
ফিরিয়ে নেয় নদীর গতিপথ 
ধরে রাখে তবু স্মৃতির মায়ার বারিধারা ।
আবার কবিতায় মোরা মাওলারে ডাকি
যদিও রব ভ্রান্ত বলেছেন কবিদের 
বলেছেন কবিরা অধিকাংশ ই  মিথ্যবাদী 
যদি তার প্রেম কাটে ঘোরতর ঘোরের মাঝে।
মুই তাই প্রেমবিলাসকে লাগাম দিয়ে দিয়েছি ক্ষণ
প্রেম হবে, ভালোবাসা বাঁধবে প্রভুর শানে জন
নইলে সত্যের বালাই নাই কবিতায়।
এতকালের প্রায়শ্চিত্ত টানি কবিতায়
কবুল করুক সে মোর রবের মহিমায়
নিশ্চয়ই তিনি নিয়্যত জানেন সব। 
এই কবিতারা আছেন উচ্চ এক স্থানে 
অতঃপর সব কবিতাকে জিজ্ঞেস করি
ভালো আছো কবিতা?  

ওরা বলে, সত্য এনেছো তথায় 
ওষুধ লেগেছে ব্যথায়
ভালো তো আছি কিছু 
কিছু আছি গোঁড়ামিতে!
এইভাবে তাই তার বদনখানি তুলে বললাম
তুমি আমার মিষ্টি নিম ফল হয়ে এসো তাহলে! 
এসো  না হয় একটুখানি পরিবর্তন হয়ে
 হাজার পরিবর্তনের ভীড়ে এবার!
হে কবিতা বাহার!
সুস্থ কবিতা চাই অন্তরে।
তুমি শুধু বিচলিত কবির ভাষায় দিও না ছুট 
সত্যকে রেখেছি জমিয়ে
হতে দিও না লুট।


লেখকঃ মোসাঃ তানজিলা, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ,ঢাকা

সাব্বির

×