
ছবি: সংগৃহীত
লিংকডইনে সাফল্য পেতে হলে শুধু পোস্ট করে আর সবাইকে ট্যাগ করে কিছু হবে না। এখন যারা সত্যিকার অর্থে এই প্ল্যাটফর্মে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলছেন, তারা অন্যভাবে কাজ করছেন। তারা কেবল সংযোগ খুঁজছেন না, বরং ভ্যালু যোগ করছেন এবং সম্পর্ক গড়ে তুলছেন।
১. কমেন্ট করুন, সহকর্মীর মতো করে
"গ্রেট পোস্ট!"-এর মতো সাধারণ মন্তব্য আর চলবে না। তাদের কনটেন্ট পড়ুন, গভীরভাবে ভাবুন এবং এমনভাবে মন্তব্য করুন যেন আপনি সেই আলোচনার একজন অবিচ্ছেদ্য অংশ। চ্যালেঞ্জ জানান, সম্মানের সঙ্গে দ্বিমত পোষণ করুন, অতিরিক্ত তথ্য যোগ করুন-এটাই আপনাকে চিনিয়ে দেবে। মনে রাখবেন, আপনার মন্তব্যই প্রথম ইমপ্রেশন।
২. কানেকশন রিকোয়েস্ট পাঠান, আগ্রহ ও বিশ্লেষণ দেখিয়ে
“আই’ড লাভ টু কানেক্ট” টাইপ বার্তা পাঠালে কেউ পাত্তা দেবে না। আপনি আগে তাদের কোনো পোস্টে কমেন্ট করেছেন? সেটা উল্লেখ করুন, কোন পয়েন্টে আপনি সংযোগ পেয়েছেন তা বলুন। সেই অভিজ্ঞতা বা কাজে কিভাবে আপনি উপকৃত হয়েছেন, তা তুলে ধরুন। এই নির্দিষ্টতা আপনাকে আলাদা করবে।
৩. এমন কনটেন্ট তৈরি করুন যা নিজে থেকেই মানুষকে টানে
নিজের ব্যর্থতা থেকে শেখা, ব্যতিক্রমী কাজের কৌশল বা বাস্তব সমস্যার সমাধান এই সব কনটেন্ট যারা সত্যিই প্রফেশনালি কিছু করতে চান, তাদের টানে। আপনি কিভাবে ব্যর্থ প্রকল্প থেকে ফিরে দাঁড়িয়েছেন, সেই অভিজ্ঞতা অন্যদের কাছে মূল্যবান।
৪. ভয়েস নোট ব্যবহার করুন, সংযোগে নতুন মাত্রা আনুন
ভয়েস মেসেজ অধিকাংশ মানুষই ব্যবহার করে না, অথচ এটি দারুণ কার্যকর। একটি পোস্ট পড়ে আপনি কী ভাবলেন, কিভাবে আপনি এটিকে বাস্তবে প্রয়োগ করেছেন ৪৫ সেকেন্ডে তা বলুন। স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলুন যেন আপনি পাশের টেবিলে বসে আছেন।
৫. নিজেই হয়ে উঠুন সংযোগের কেন্দ্রবিন্দু
আপনার নেটওয়ার্কে যদি এমন দুইজন থাকেন যারা একে অপরকে জানলে উপকার পেতে পারেন, তাদের পরিচয় করিয়ে দিন। এটাই হ্যাক। এক ব্যবসায়ীর সঙ্গে তার পরবর্তী হায়ারকে পরিচয় করিয়ে দিলে তারা আজীবন আপনাকে মনে রাখবে। নিজের পরিচিতদের মধ্যে সেতুবন্ধন তৈরি করলেই আপনি হয়ে উঠবেন প্রফেশনাল ওয়ার্ল্ডে অপরিহার্য।
মুমু ২