
ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, শিগগিরই কুমিল্লার মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভার আয়োজন করতে যাচ্ছে বিএনপি।
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “শিগগিরই মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ।”
পোস্টে ইশরাক হোসেন আরও বলেন, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে।
তিনি জানান, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
ইশরাক হোসেনের এ ঘোষণা ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এম.কে.