ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কানায় কানায় পরিপূর্ণ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আল্লাহু আকবার

প্রকাশিত: ১০:২৫, ১৯ জুলাই ২০২৫

কানায় কানায় পরিপূর্ণ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আল্লাহু আকবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকায় আয়োজন করতে যাচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ। এটি দলটির প্রথম কোনো সমাবেশ হতে যাচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

আজ শনিবার  দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ। এতে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। পোস্টে সমাবেশের কিছু ছবি শেয়ার করে তিনি লিখেন, “কানায় কানায় পরিপূর্ণ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আল্লাহু আকবার।”

পোস্টটি শেয়ারের সাথে সাথেই সেখানে নেটিজেনদের নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।

শিহাব

×