ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গর্ভবতীর নাটক সাজিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়, গ্রেপ্তার নারী

প্রকাশিত: ০৮:২৭, ১৯ জুলাই ২০২৫

গর্ভবতীর নাটক সাজিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়, গ্রেপ্তার নারী

ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন

সন্ন্যাসীদের যৌনতার ফাঁদে ফেলে ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসা এই নারীর বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থপাচার ও প্রতারণার অভিযোগ গঠন করা হয়েছে। 

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিসেস গলফ’ নামে পরিচিত ত্রিশোর্ধ্ব ওই নারীকে রাজধানী ব্যাংককের নোনথাবুরি এলাকার বিলাসবহুল বাড়ি থেকে গত ১৫ জুলাই গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও।

পুলিশ জানায়, মিসেস গলফ কমপক্ষে ৯ জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাদের ছবি ও ভিডিও ধারণ করতেন। এরপর এসব উপকরণ ব্যবহার করে তিনি ব্ল্যাকমেইল করে গত তিন বছরে প্রায় ১ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মিসেস গলফ বিভিন্ন সন্ন্যাসীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গর্ভবতীর নাটক সাজিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন। গত জুনে ব্যাংককের এক মঠের প্রধান সন্ন্যাসী সন্ন্যাস জীবন ত্যাগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই সন্ন্যাসীর কাছ থেকে তিনি ৭০ লাখ বাত (প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা) দাবি করেছিলেন সন্তানের ভরণপোষণের নামে।

পুলিশ জানিয়েছে, মিসেস গলফ ব্ল্যাকমেইল থেকে আয় করা অর্থের বড় অংশ অনলাইন জুয়ায় খরচ করেছেন।

দ্য টাইমস
 

তাসমিম

আরো পড়ুন  

×