ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ছবির ভেতরে লুকিয়ে আছে বিড়াল, পরীক্ষা করুন আপনার দৃষ্টিশক্তি কতটা প্রখর!

প্রকাশিত: ০৮:৪০, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ০৮:৪২, ১৯ জুলাই ২০২৫

ছবির ভেতরে লুকিয়ে আছে বিড়াল, পরীক্ষা করুন আপনার দৃষ্টিশক্তি কতটা প্রখর!

ছবি: সংগৃহীত

একটি নতুন অপটিক্যাল ইলিউশন চিত্র সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি প্রথমে শেয়ার করা হয় Reddit-এ, যেখানে একটি পড়ে থাকা গাছের মধ্যে চতুরভাবে লুকিয়ে আছে একটি বিড়াল। ব্যবহারকারীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে—ছবির মধ্যে থাকা বিড়ালটি খুঁজে বের করতে পারলেই আপনি হবেন "ব্রেইন টিজার চ্যাম্পিয়ন।"

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সবসময়ই দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছে। এমন চিত্র আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে খেলা করে—যা আমরা দেখি, তা সবসময় সত্যি নয়। লুকানো অবয়ব, ধোঁকাবাজ দৃষ্টিকোণ, কিংবা সাদামাটা দৃশ্যের মধ্যেই রহস্য—সবকিছুই আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে।

এই বিশেষ ছবিতে দেখা যায়, একটি বড় গাছ পড়ে রয়েছে একটি সবুজ ঘাসে ঘেরা প্রাঙ্গণে। গাছের ডালপালা ছড়িয়ে পড়েছে মাটিতে, পেছনে রয়েছে ঘন সবুজ বন। কিন্তু এই সাধারণ দৃশ্যের মধ্যেই কোথাও এক জায়গায় লুকিয়ে রয়েছে একটি বিড়াল—এতটাই নিখুঁতভাবে যে, প্রথম দেখায় ধরা পড়ে না।

ছবিটি পোস্ট করেছেন Reddit ব্যবহারকারী @becrabtr2। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, তারা এক ঝলকেই বিড়ালটি খুঁজে পেয়েছেন। আবার অনেকেই বলেছেন, বিড়ালটি খুঁজে পেতে তাদের জুম করতে হয়েছে, মনোযোগ দিয়ে তাকাতে হয়েছে কয়েক মিনিট পর্যন্ত।

এই ধরনের দৃষ্টিবিভ্রমের ছবি দ্রুত ভাইরাল হয়ে যায়, কারণ এগুলো মানুষের স্বাভাবিক কৌতূহল ও পর্যবেক্ষণ ক্ষমতাকে একসঙ্গে উদ্দীপিত করে। Reddit-এর মতো প্ল্যাটফর্মে এই চ্যালেঞ্জগুলো এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়—কে আগে খুঁজে পাবে?

আপনি কি দেখতে পাচ্ছেন বিড়ালটিকে?

ছবির বিড়ালটি প্রকৃতির রঙের সঙ্গে এতটাই মিশে আছে যে একে খুঁজে পাওয়া বেশ কঠিন। যদি আপনি এখনো খুঁজে না পান, চিন্তার কিছু নেই—অনেকেই পারেননি! এটাই এই দৃষ্টিবিভ্রমের সৌন্দর্য: আমাদের মনে করিয়ে দেয়, কত সহজেই আমাদের চোখ ও মস্তিষ্ক ধোঁকা খেতে পারে।

শিহাব

×